শুক্রবার ৭ জুন ২০২৪ - ২০:৪০
মুমিনের সম্মান কিসে?

হাওজা / হজরত ইমাম জাওয়াদ (আ:) একটি রেওয়ায়েতে সম্মান লাভের উপায় নির্দেশ করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "বিহারুল-আনওয়ার" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম আল-জাওয়াদ (আ:) বলেন:

عِـزُّ الْمُؤمِـنِ، غِـناهُ عَنِ النّاسِ

একজন মুমিনের মর্যাদা হল মানুষ থেকে অমুখাপেক্ষী থাকা।

(বিহারুল-আনওয়ার, ৭৫/১০৯)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha